দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। আজ রোববার (২২ সেপ্টেম্বর) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকায় বিক্রী হচ্ছে। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।
এর আগে, গতকাল শনিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বৃদ্ধি করে। ফলে দেশের বাজারে স্বর্ণের দামের আগের সব রেকর্ড ভেঙে যায়। যা আজ রোববার থেকে কার্যকর হয়েছে। বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানায় সংস্থাটি।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৮৯ হাজার ২১৮ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ সেপ্টেম্বর সবশেষ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়। সেটিও ছিল দেশের বাজারে স্বর্ণের রেকর্ড দাম।
/আরএইচ
Leave a reply