ফ্রান্সে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

|

ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে প্রায় তিন লাখ মানুষ। বিক্ষোভ থেকে ছড়ানো সহিংসতায় প্রাণ গেছে এক নারীর। আহত হয়েছে ২২০ জন। এ ঘটনায় অন্তত ১১৭ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার, দেশটির প্রায় দুই হাজার এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ‘ইয়েলো ভেস্ট’ নামের কর্মসূচিতে বিক্ষোভকারীরা রাজপথে নামেন হলদেটে ট্রাফিক ভেস্ট পড়ে। অনেক জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। সড়কে বিক্ষোভরত অবস্থায় গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ যায় একজনের। গেল মাসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গণবিক্ষোভের ডাক দেন এবং সংগঠিত হন ফ্রান্সের তৃণমূল পর্যায়ের জনগণ। খনিজ জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গেল বছর সংস্কারমূলক নীতিমালার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। যার আওতায় ডিজেলের দাম বাড়ে প্রায় ২০ শতাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply