পটুয়াখালীর ৪টি আসনে আওয়ামী লীগের ৭৮, বিএনপির ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

|

জাকারিয়া হৃদয়, পটুয়াখালীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলার ৪টি আসনে বিএনপির চেয়ে প্রায় চার গুন বেশি প্রার্থী আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে অধিকাংশ প্রার্থীরাই ফরম জমা দিয়েছেন নিজ নিজ দলীয় কার্যালয়ে। এদের মধ্যে একাধিক হেভিওয়েট প্রার্থীও রয়েছে।

দলীয় সূত্রে  জানা যায়, বিএনপি থেকে মোট ২২জন, আওয়ামী লীগ থেকে ৭৮জন, জাতীয়পার্টি থেকে আটজন, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে চারজন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে তিনজন এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে একজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পটুয়াখালী-১ (সদর-মির্জ্গাঞ্জ-দুমকী)আসনে জাতীয়পার্টি থেকে দলের মহাসচিব ও এ আসনের বর্তমান এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগ থেকে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- সাবেক প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আশরাফ, পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, স্থপতি নিখিল চন্দ্র গুহ, জেলা মহিলা লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাবেক ছাত্রনেতা রাজীব পারভেজ, সাবেক এমপি মরহুম হাবিবুর রহমানের মেয়ে মোসাঃ নাজনীন নাহার লাইজু ও পটুয়াখালী-১ আসনের মহিলা এমপি বেগম লুৎফুন্নেছা। এছাড়া আরো একজন রয়েছে যার নাম জানা যায়নি।

বিএনপি থেকে ৫জন মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, সাবেক মন্ত্রী, জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) মোঃ আলতাফ হোসেন চৌধুরী, তার সহধর্মিনী বেগম সুরাইয়া চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক পটুয়াখালী পৌরসভার মেয়র মোশতাক আহমেদ পিনু দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইসলামি আন্দোলন বাংলাদেশের মুফতি আলতাফুর রহমান, জাসদের আনোয়ারুজ্জামান চুন্নু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মোতালেব মোল্লা, এনপিপির শওকত হোসেন সুমন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোয়নফরম সংগ্রহ করেছেন ১০জন এরা হলেন, চীফ হুইপ আ,স,ম ফিরোজ, কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেল, জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর উল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাশিদুল হাসান সুপ্ত, বিশিষ্ট শিল্পপতি এসএম ফিরোজ আলম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতামাখন চন্দ্র গাইন।

বিএনপি দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৬ জন এরা হলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম বাদশা, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিচুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ মহসিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির শাহাবুদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণের জামাতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ২২ জন দলীয় ফরম সংগ্রহ তারা হলেন- বর্তমান এমপি সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মহাব্বাত, দশমিনা ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ফোরকান মিঞা, স্বেচ্ছাসেবক লীগ সাবেক ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক আরিফুর রহমান টিটু, সাবেক এমপি গোলাম মাওলা রনি, জেলা কৃষকলীগের সভাপতি তছলিম সিকদার, দশমিনা উপজেলা সভাপতি আ. আজিজ মিয়া, প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে এস এম শাহজাদা, দশমিনা উপজেলা চেয়ারম্যান শওকত হোসেন, আওয়ামী লীগ সদস্য রেজাউল করিম, জলিল রাজু আহমেদ, ডা. শাহজাহান, মোঃ আবুল বরকত, মোঃ শাহআলম হাওলাদার, মো. হিরন আহমেদ, মো, ইদ্রিস মিয়া, এস এম ফজলুল হক, গোলাম মোস্তফা নান্টু, মো. সোহেল, আশরাফ হাওলাদার।

অপরদিকে বিএনপি থেকে ৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- ছাত্রদলের ঢাঃবিঃ শাখার সাবেক সভাপতি  হাসান মামুন, সাবেক এমপি শাহজাহান খান, তার ছেলে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান, জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, কর্নেল (অবঃ) মো. ইছাহাক মিয়া, কেন্দ্রীয় তাঁতী দলের অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, ব্যরিস্টার আশিকুর রহমান, আকতার হোসেন মেবুল, আলতাফ খান।

গলাচিপা উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব, মালয়েশিয়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিল্টনসহ আরো একজন। ইসলামি আন্দোলন বাংলাদেশের ডাঃ মোঃ কামাল হোসেন খান এবং জাসদের নিজাম উদ্দিন তালুকদার।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে ৩২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি মাহাবুবুর রহমান এমপি, কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল-ইসলাম লিটন, জেলা আওয়ামী লীগ সদস্য ফাতিমা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিব্বুর রহমান মহিব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, জেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন আহমেদ, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা, কেন্দ্রিয় যুবলীগ সহ-সম্পাদক মো: শামীম আল সাইফুল সোহাগ, কলাপাড়া উপজেলা আওয়মী লীগ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ প্রচার সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, কেন্দ্রিয় উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিহার রঞ্জন সরকার মিল্টন, কলাপাড়া পৌর আওয়ামী লীগ সদস্য সৈয়দ আকতারুজ্জামান কোক্কা, এন,এস,আই সাবেক পরিচালক মো: হাবিবুর রহমান, কলাপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য মো: ইফসুফ আলী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো: দেলওয়ার হোসেন, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, শাহবাগ থানা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক মাহিনুর আকতার, কেন্দ্রিয় যুবলীগ সদস্য ড. আরিফ বিন ইসলাম, কেন্দ্রিয় যুবলীগ সদস্য মো: নয়া মিয়া, রাঙ্গাবালী উপজেলা যুবলীগ সভাপতি মো: হুমায়ূন তালুকদার, রাঙ্গাবলী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগ সদস্য আবদুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম সামসুদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন ও ঢাকা দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি মুরসালিন আহমেদ।

বিএনপি থেকে ৪জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন- কেন্দ্রিয় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবকদলের সহ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলের মহাসচিব ও পটুয়াখালী-১ আসনের বর্তমান এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার, মহিপুর থানা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: সফিকুল আজম মুকুল,

ইসলামি আন্দোলন বাংলাদেশের মুফতি হাবিবুর রহমান ও জাসদ (ইনু) থেকে সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply