এক বছর পর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সামরিক ডুবোজাহাজের সন্ধান

|

এক বছর পর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সামরিক ডুবোজাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে আর্জেন্টিনা। ভেতরে কোনো কারণে বিস্ফোরণের ফলে ডুবোজাহাজটি পানিতে তলিয়ে যায়, জানিয়েছে নৌ-বাহিনী।

শনিবার আর্জেন্টাইন নৌ-বাহিনী জানায়, সাগরের ৯শ’ মিটার গভীরে শুক্রবার খোঁজ মেলে সান হুয়ান নামের ডুবোজাহাজটির। বেসরকারি মার্কিন প্রতিষ্ঠান ওশান ইনফিনিটি’র জাহাজ- সি-বেড কনস্ট্রাক্টর প্রথম খোঁজ পায় সান হুয়ানের।

জানা গেছে, সাগরের তলদেশে প্রায় ৭০ মিটার এলাকাজুড়ে জাহাজটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ২০১৭ সালের নভেম্বরে পাতাগুনিয়া উপকূলে টহল দেয়ার সময় ৪৪ জন ক্রু-সহ নিখোঁজ হয় ৬৬ মিটার লম্বা সান হুয়ান। খোঁজ পেলেও ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে আর্জেন্টিনার প্রতিরক্ষা মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply