সদস্যদের টেলিযোগাযোগ ডিভাইস ব্যবহার না করার নির্দেশ ইরানের বিপ্লবী গার্ডের

|

সদস্যদের যেকোনো ধরনের টেলিযোগাযোগ ডিভাইস ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি দুই দফায় লেবাননে হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটি। ইরানের দুই কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

তারা জানায়, কমিউনিকেশন ডিভাসসহ সব ধরনের যন্ত্র পরীক্ষা-নিরিক্ষার জন্য বিশেষ এক অভিযান চালাচ্ছে আইআরজিসি। তাদের বেশিরভাগ যন্ত্রই হয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে কিংবা চীন-রাশিয়া থেকে আমদানি করেছে ইরান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply