সহিংসতার কারণে কঙ্গোতে ইবোলা-প্রতিরোধ কর্মসূচি স্থগিত

|

সাম্প্রতিক সহিংসতার কারণে ইবোলা-প্রতিরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে কঙ্গো। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসে এ ঘোষণা।

শনিবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদের আবাস স্থল লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এতে কোনো হতাহত না হলেও দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয় কর্মীদের। সম্প্রতি বিদ্রোহীদের সাথে সহিংসতায় নিহত শান্তিরক্ষী বাহিনীর ছয় সদস্যের শেষকৃত্য অনুষ্ঠিত হয় একই দিন। এ পরিস্থিতিতে নিরাপত্তা সংকটের কারণে ইবোলা প্রতিরোধ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আবার কবে এ কর্মসূচি চালু হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি প্রশাসন।

সম্প্রতি কঙ্গোয় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ শতাধিক। যাদের দুই-তৃতীয়াংশেরই মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply