রিয়াল মাদ্রিদে আরও অনেক বছর থাকতে চান আনচেলত্তি

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় লম্বা সময় ধরে অপরাজেয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখার অভিযানে শুরুটা ভালো হয়েছে। কিন্তু দুই ম্যাচ ড্র করায় মাঠের পারফরম্যান্সে খুশি নন লস ব্লাঙ্কোসদের ভক্তরা। তারপরও ফুরফুরে মেজাজে কোচ কার্লো আনচেলত্তি।

সেই ১৯৯২ সাল থেকে শুরু আনচেলত্তির কোচিং ক্যারিয়ার। বয়সটা যেহেতু ৬৫ তাই কখন ক্যারিয়ারের ইতি টানতে চান এমন প্রশ্নের জবাবে রিয়াল বস জানান এখনই বিদায় বলার ভাবনা নেই তার।

কার্লো আনচেলত্তি বলেন, আমি আমার ভবিষ্যৎ নিয়ে একদমই ভাবছি না, আমি এই কাজটি ভালোবাসি। দুর্দান্ত ক্লাবগুলোতে কোচিং করাতে পেরে নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি আমি। আগামীকাল বিশ্বের সেরা ক্লাবে আমার ৩০০তম ম্যাচ হবে। এই ডাগআউটে থাকাটা বিশেষ কিছু। ৩০০বার ডাগআউটে থাকা অলৌকিক কিছু নয়, তবে অলৌকিকের মতোই।

লা লিগায় প্রায় এক বছর ধরে হারের মুখ দেখছে না গ্যালাক্টিকোরা। শেষ হেরেছিল ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। কিন্তু এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহ্যামের মতো তারকাসমৃদ্ধ আক্রমণভাগ থাকা সত্ত্বেও লা লিগায় শুরু থেকেই মাঠের খেলায় ভুগছে রিয়াল মাদ্রিদ। কিন্তু আনচেলেত্তি বলছেন- দিন শেষে জয়টাই আসল, আর সেই কাজটিই লস ব্লাঙ্কোসরা করে চলেছে।

কার্লো আনচেলত্তি বলেন, কিছু রেকর্ড জয়ের জন্য, আর কিছু না হারার জন্য। আমরা বেশ লম্বা একটা সময় ধরে অপরাজিত, এর অর্থ অনেক সাফল্য, কারণ ড্র প্রায়ই আপনাকে অনেক সাহায্য করে। আমি মনে করি, ফুটবলে আপনি যদি জিততে না পারেন, অন্তত হারবেন না। মাঝে মধ্যে একটি ড্র পরাজয়ের চেয়ে ভালো অনুভূতি দেয়। পরাজয় উন্নতির পথ করে দেয়, এটা সত্যি।

মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে রিয়াল মাদ্রিদ। এছাড়া দলটির সেরা ফুটবলাররাও ফর্মে নেই। এমন দল নিয়েও সাত ম্যাচে এখনও হারের মুখ দেখেনি আনচেলত্তি শিষ্যরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply