সীমান্তে বিজিবির হাতে আটক বিএসএফ জাওয়ান

|

অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁন্দেরহাট সীমান্ত থেকে উপল কুমার দাস নামের বিএসএফের এক সৈন্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, আজ বেলা ১১টার দিকে কোণাপাড়া গ্রামের বাসিন্দারা বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করেন। এরপর খবর দেয়া হলে বিজিবি টহল দল আটককৃত বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। এসময় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেয়া হবে। আজ যেকোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হবে। সার্বভৈামত্বের প্রশ্নে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে। একই সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/এএস/এমএন/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply