যশোরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

|

যশোর করেসপনডেন্ট:

যশোরের চৌগাছা উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্দুরিতলা বাজারে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দেশের বাহিরে থাকাকালীন উপজেলার বাটিকামারী গ্রামের আলমগীর হোসেন ও পাশ্ববর্তী মাজালি গ্রামের লিটন হোসেন মধ্যে আর্থিক লেনদেন হয়। সেই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply