সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিখোঁজের পর দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত যুবকের নাম অভিলাশ ঢালী ওরফে উদয় (২৬)। সে খলিশখালি ইউনিয়নের পাকশিয়া গ্ৰামের পরিতোষ ঢালীর ছেলে।
স্থানীয়রা জানায়, উদয় বেলা ১১টার দিকে দলুয়া নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে নদীতে জাল হারিয়ে যাওয়ায় সে খোঁজ করার জন্য নদীতে ঝাঁপ দেয়। পরে পানি থেকে নিজ থেকে না ওঠায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এরপর স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুজির পর উদয়ের মরদেহ উদ্ধার করে।
/এএম
Leave a reply