বিএনপির রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। শেখ হাসিনাকে নির্মিত চলচ্চিত্রের সাথে রাজনীতি কিংবা নির্বাচনের কোন সম্পর্ক নেই। এটা নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে রিজভি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ ও নিন্দা জানাই।
রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রুহুল কবির রিজভীর এক বক্তব্যের জের টেনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মূলত বিএনপির নেত্রীকে নিয়ে এ ধরণের কিছু বানানো হয়নি বলেই তাদের গাত্রদাহ। বেগম জিয়াকে নিয়ে চলচ্চিত্র বানালে সেটি হতে হবে ভৌতিক। রিজভিকে অদ্ভুত প্রাণী বলেও উল্লেখ করেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, নিজেরাই আচরণবিধি লঙ্ঘন করেছেন।। বিএনপি সমাবেশ করে ধানের শিষে ভোট চেয়ে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। গত ১০ বছরে বিভিন্ন ইস্যুতে লবিস্ট নিয়োগ করেছেন। লবিং নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যমে মনগড়া রিপোর্ট প্রকাশ করেছে।
Leave a reply