চাকরি স্থায়ী করার দাবি পেট্রোবাংলা কর্মচারীদের

|

চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন পেট্রোবাংলা ও এর অধীন ১৩টি কোম্পানির কর্মচারীরা। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

তাদের দাবি, প্রতিষ্ঠানগুলোতে কর্মরত অস্থায়ী কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্রুত আউটসোর্সিং নীতিমালা বাতিল করে চাকরি স্থায়ী করার দাবিও জানান কর্মচারীরা।

তারা বলেন, স্থায়ী কর্মকর্তাদের বেতন, বোনাস ও ভাতা বৃদ্ধি হলেও অস্থায়ী কর্মচারীদের সেসব সুবিধা নেই। বেতন বৈষম্য দূর করে যাবতীয় সুযোগ-সুবিধা বাড়াতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন কর্মচারীরা। স্বৈরশাসকদের দোসরদের পেট্রোবাংলায় থেকে ষড়যন্ত্র করা চলবে না বলেও তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply