পাকিস্তানকে ভিক্ষুক পাঠাতে মানা করলো সৌদি আরব

|

হজযাত্রীর ছদ্মবেশে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িয়ে পড়ছেন পাকিস্তানিরা। ইতোমধ্যে বিপুল সংখ্যক পাকিস্তুানি ভিক্ষুককে শনাক্ত করে বিষয়টি নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের।

এরইমধ্যে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে রিয়াদ। সৌদি আরবের অভিযোগ, হজযাত্রীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির জন্য সৌদি আরবে পাড়ি জমাচ্ছে পাকিস্তানিরা। ক্রমবর্ধমান পাকিস্তানি ভিক্ষুকদের কারণে বিপাকে পড়ছে হজ ও ওমরাহ ভিসায় দেশটিতে যাওয়া অন্যদেশের নাগরিকরা।

পরিস্থিতির উন্নতি না হলে এটি পাকিস্তানের হজ ও ওমরাহ যাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করা হয়েছে চিঠিতে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এর আগেও সৌদি আরবে পাকিস্তানি ভিক্ষুক পাঠানো নিয়ে কথা উঠেছিল। পাকিস্তানের প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, বিভিন্ন দেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশই পাকিস্তানের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply