চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। কিডনী রোগে আক্রান্ত হয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
চলতি বছর আগস্টের শুরুর দিকে কিডনিজনিত জটিলতায় ধরা পড়ে অঘোর মন্ডলের। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল ক্রিটিনিয়ন। ডায়ালাইসিসের মাধ্যমে নিয়ন্ত্রণে আসে অনেকটা। তবে সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে জটিল হয় পরিস্থিতি।
সাধারণ কেবিন থেকে তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে। দুই সপ্তাহ আগে আইসিইউতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এই অবস্থাতেই বিদায় নেন দুনিয়া থেকে।
দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবন অঘোর মণ্ডলের। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তার সাংবাদিকতার শুরু। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচারমাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই ও দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মণ্ডল।
কাজের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। বেশ কিছু বইও লিখেছেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এক্সট্রা টাইম’ ও ‘এক্সট্রা কাভার’।
/আরআইএম
Leave a reply