শ্রমিকদের দাবি পূরণের ঘোষণা: সচল গাজীপুর-আশুলিয়ার বেশিরভাগ কারখানা

|

শ্রমিকদের ১৮ দফা দাবি পূরণের ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো সচল গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে কাজ যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন।

তবে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৪টি গার্মেন্টস। সাধারণ ছুটি চলছে কয়েকটি কারখানায়।

এছাড়া, গাজীপুরে স্থায়ীভাবে বন্ধ রয়েছে ১৩টি কারখানা। অনেক কারখানায় কাজের চাপ বেশি।

ব্যবস্থাপকরা জানিয়েছেন, সময়মতো রফতানি পণ্য পাঠাতে চলছে তোড়জোড়। ওভারটাইমের ক্ষেত্রে মানা হচ্ছে শ্রম আইন।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply