নোয়াখালী করেসপনডেন্ট:
নোয়াখালীর সুবর্ণচরে হাত-পা বেঁধে ৩ সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। গত ১৩ আগস্টের এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পূর্ব চরবটা ইউনিয়নের চরমজিদ গ্রামের গৃহবধু শারমিন আক্তারের অভিযোগ, ১২ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের নুরনবীর সাথে তার বিয়ে হয়। স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজে ভিক্ষা করে সংসার চালান। তার এক মেয়ের হার্টের সমস্যা থাকায় ৫০ হাজার টাকা দরকার। তাই ভিক্ষা করে বাড়ি ফিরতে দেরি হলে স্বামী পরকীয়ার অভিযোগ তুলে গালমন্দ করতো।
কলহের একপর্যায়ে কাজের সন্ধানে ঢাকা চলে আসেন শারমিন। সম্প্রতি তাকে বাড়ি নিয়ে গিয়ে যায় এক প্রতিবেশী। কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনার দিন শ্বশুরসহ বাড়ির সবাই মিলে হাত-পা বেঁধে শারিরিক নির্যাতন চালায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউছার আলম ভূঁইয়া জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/এমএইচ/এমএন
Leave a reply