এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চালানো হয় এসব হামলা। তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। খবর জেরুজালেম পোস্টের।
ইসরায়েলের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে পাঠানো এসব ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে তাদের ‘তীর’ সিস্টেম।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতি বিদ্রোহীরা। ২ সপ্তাহ আগে হুতিদের নিক্ষেপ করা একটি মিসাইল বিস্ফোরিত হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে।
/এএম
Leave a reply