অফিসের ম্যানেজারের কাছে অসুস্থতার কারণে ছুটি চেয়েছিলেন থাইল্যান্ডের মে নামের একজন নারী। তবে, ম্যানেজার কোনভাবে-ই দেননি ছুটি। তাই, বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে আসেন কাজ করতে। একসময় কাজ করতে করতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি।
পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়। তবে, কর্তব্যরত চিকিৎস্যরা তাকে মৃত ঘোষণা করেন। ব্যাংকক পোস্টের বরাত দিয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর সময় মে’র বয়স হয়েছিলো ৩০ বছর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের দক্ষিণে সামুত প্রকান প্রদেশে।
ওই নারী ডেলটা ইলেকট্রনিকস কারখানায় চাকরি করতেন। পাকস্থলীর জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন।
কিন্তু সুস্থবোধ না করায় আরও দুই দিন ছুটি কাটান তিনি। পরবর্তীতে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার।
চাকরি হারানোর ভয়ে অসুস্থতা নিয়েই ১৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন ওই নারী। ২০ মিনিট পরেই কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান সহকর্মীরা। হাসপাতালে নেওয়ার পর নেক্রোটাইজিং এন্টারোকোলাইটসে (অন্ত্রের গুরুতর রোগ) মারা যান তিনি।
/এআই
Leave a reply