জাতিসংঘে নেতানিয়াহুর দেখানো দুটি মানচিত্রের কোথাও নেই ফিলিস্তিন

|

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখিয়েছেন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) অধিবেশনে তার দেখানো দুটো মানচিত্রে-ই নেই ‘ফিলিস্তিন’। এক প্রতিবেদনে মিডেল ইস্ট মনিটর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মানচিত্রের একটিতে কিছু দেশকে ‘আশীর্বাদ’ এবং কিছু দেশকে অভিশাপ হিসেবে চিত্রিত করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার ডান হাতে কালো রঙে চিত্রিত বেশ কয়েকটি দেশ দেখান। যেগুলোকে ‘অভিশপ্ত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দেশগুলো হলো, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন। 

নেতানিয়াহুর বাঁ হাতে থাকা মানচিত্রে সবুজ রঙে কিছু দেশকে চিত্রিত করা হয়েছে। এই দেশগুলোকে ‘আশীর্বাদ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই মানচিত্রের দেশগুলো হলো মিসর, সৌদি আরব ও সুদান। এমনকি মানচিত্রে ভারতকেও নির্দেশ করা হয়েছে।

উল্লেখ্য, ‘অভিশপ্ত’ ও ‘আশীর্বাদতুল্য’ যে দেশ চিহ্নিত দুটি মানচিত্র দেখিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, তার একটিতেও ফিলিস্তিনের নাম নেই। যেন অস্তিত্বই নেই!

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply