বিগত সরকারের করা সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বলেন, অরাজকতার জঘন্য উদাহারণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল। এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার (২৯ সেপ্টেম্বর) তথ্য অধিকার দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় এই কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, অধিকার নিয়ে সচেতনতার অভাব আছে। নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। তাই গণতন্ত্র, ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে।
এ সময় তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের আহ্বান জানান টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার আইন সংস্কারের কথাও বলেন তিনি।
/এনকে
Leave a reply