একই আসন থেকে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী শমী কায়সার ও রোকেয়া প্রাচী

|

একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অভিনেত্রী রোকেয়া প্রাচী। সে লক্ষ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনীতিতে বেশ সক্রিয় রোকেয়া প্রাচী। তিনি বর্তমানে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক।

জানা গেছে, একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার।

এছাড়াও এ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাইছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেয়াই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

এ বিষয়ে রোকেয়া প্রাচী বলেছেন, নেত্রী আমাকে মনোনয়ন না দিলে যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করব। দেশের সেবা করতেই আমি রাজনীতিতে এসেছি।

এ আসনে নৌকায় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তিনি ছাড়া আরও ২০ জন। এ ব্যাপারে রোকেয়া প্রাচী বলেন, কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না। সবাইকে নৌকার পক্ষের লোক।

উল্লেখ্য, ফেনী-৩ আসন দাগনভূঞা-সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত। ’৭০-এর নির্বাচনের পর হতে অদ্যাবধি চারবার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি ও তিনবার বিএনপির বিজয় হয়েছে এ আসনে। সোনাগাজীর ৯টি ইউনিয়ন ১টি পৌরসভা এবং দাগনভূঞা উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ফেনী-৩ আসন গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৭৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply