কাটলো শঙ্কা, ১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

|

ফাইল ছবি

চূড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। সিরিজে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা।

এই দুই টেস্টের সিরিজ সামনে রেখে এ মাসেই দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় এসেছিল চার সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা দলের সফরও কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে প্রোটিয়ারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply