বিমানবন্দর এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত ‘নীরব এলাকা’ ঘোষণা

|

বিমানবন্দর এলাকার ৩ কিলোমিটার পর্যন্ত ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে, এই কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় তিনি বলেন,গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে। তবেই হর্ন বাজানোর প্রবণতা কমবে।পরবর্তীতে পরে সচিবালয় ও হাসপাতাল এলাকায় কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভিআইপি প্রটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে।ডিসেম্বর-জানুয়ারিতে পুরো ঢাকা শহরে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মসূচি নেয়া হবে। লাইসেন্সে হর্ন বাজানো নিরুৎসাহিত করার কোনো শর্ত যুক্ত করা যায় কিনা সে বিষয়ে বিআরটিএ-কে প্রস্তাব দেয়া হবে বলেও জানান রিজওয়ানা হাসান।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবীরা ৭ দিন রাস্তায় থাকবে; তারা মানুষকে সচেতন করবে। তবে, দীর্ঘদিনের এই অভ্যেস বদলাতে সময় লাগবে- এমনটাও উল্লেখ করেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply