স্টারকম বাংলাদেশ অফিসিয়াল এজেন্সি হিসেবে গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সল্যুশনসের সাথে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পন্ন হয়।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসদেশের নিম্ন আয় এবং সুবিধাবঞ্চিত মানুষের চোখের নানা সমস্যার সেবা দিয়ে থাকে। মানুষের চোখের উন্নতির জন্য স্বাস্থ্যসেবা সরবরাহ ও কার্যক্রম বৃদ্ধির জন্য স্টারকম বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্টারকম বাংলাদেশ দেশের মার্কেটিং এজেন্সিগুলোর মধ্যে একটি। প্রতিষ্ঠানটি তাদের অভিজ্ঞতার আলোকে সেবা ও পরামর্শ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
একসাথে কাজ করে দেশের সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিটিও এম. সোলায়মান রাসেল এবং সিএমও হাসিবুল হাসান। স্টারকম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট এম. আহমেদুন ফায়েজ এবং স্টারকমের ডিরেক্টর আরিফুর রহমান।
/আরএইচ
Leave a reply