গুলশানে জোড়া খুন: মূল সন্দেহভাজন গ্রেফতার

|

রাজধানীর গুলশান এলাকায় গলা কেটে দুজনকে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন রুমনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পূর্ব শত্রুতা ও দোকানের মালামাল লুট করতেই গুলশানের মুদি দোকানী রফিকসহ দুজনকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দোকান মালিক রফিককে হত্যার ঘটনা দেখে ফেলায় পাশের দোকানের কর্মচারী সাব্বিরকেও হত্যা করা হয় বলে জানান তিনি।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ নম্বরে অবস্থিত একটি মুদি দোকানের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহতদের মধ্যে দোকানের মালিকের নাম মো. রফিক (৬২) ও কর্মচারী মো. সাব্বির (১৬)। র‍্যাব বলছে, গত ২৬ সেপ্টেম্বর রাত ২টায় তাদের হত্যা করা হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply