কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পান লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক। অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তাকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।
বুধবার (২ অক্টোবর) ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস। এছাড়াও চোট থেকে সেরে উঠে দলে জায়গা করে নিয়েছেন ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকোও। কাফ ইনজুরিতে তাকে কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল।
আর্জেন্টিনা স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে তরুণ নিকো পাসের নাম। অনূর্ধ্ব-২০ দলে খেলা এই মিডফিল্ডারকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন স্কালোনি। পাস এর আগে ২০২২ বিশ্বকাপের জন্য ঘোষিত ৪৮ জনের প্রাথমিক দলে ছিলেন। নিকো পাসের বাবা পাবলো পাস আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলেন।
অন্যদিকে সেপ্টেম্বর উইন্ডোতে চিলি ও কলম্বিয়া ম্যাচে আপত্তিকর আচরণের অভিযোগে ফিফা থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা শাস্তি পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যে কারণে বাদ পড়েছেন তিনি। নতুন কাউকে না ডেকে গত উইন্ডোতে দলে থাকা গোলরক্ষকদের ওপর ভরসা রেখছেন স্কালোনি। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস সৌল, ভ্যালেন্টিন বারকো, ইজিকুয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্টিন কাস্তেয়ানোস, জিওলিয়ানো সিমিওনে ও গুইদো রদ্রিগেজ।
ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ওয়াল্টার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)
ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (রোমা), অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), তিয়াগো আলমাদা (বোটাফোগো)
ফরোয়ার্ড: নিকোলাস গনসালেস (য়্যুভেন্টাস), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকো পাস (কমো), ভালেন্তিন কারবোনি (অলিম্পিক মার্সেই), হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), পাওলো দিবালা (রোমা)।
/আরআইএম
Leave a reply