স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ:
হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় ও ক্রিম জব্দ করেছে বিজিবি। বুধবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে একটি বালু বোঝাই ট্রাকের ভেতর থেকে এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বালু বোঝাই একটি ট্রাক আটক করে। পরে ট্রাক তল্লাশি করে বালুর নিচে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯শ’ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় ও ১০ হাজার ৮৮২টি ক্লোপ-জি ক্রিম আটক করে।
আটককৃত পণ্যের আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। তারা জানায়, চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/এএম
Leave a reply