দাপুটে জয়ে শুরু চেলসির

|

কনফারেন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব জেন্টকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। ইউরোপা কনফারেন্স লিগে নিজেদের প্রথম ম্যাচটা দাপুটে জয় দিয়ে শুরু করলো ‘দ্য ব্লুজ’।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ‍পুরোটা সময় আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ১২তম মিনিটেই রেনাতোর গোলে লিড পায় চেলসি। বক্সের ডানপ্রান্ত থেকে মিখাইলো মুদরিকের ক্রস বাঁ প্রান্তে থেকে হেডে জালে জড়ান পর্তুগিজ লেফটব্যাক। ১৯ মিনিটে ডিউসবারি-হলের জোরালো শট ফিরিয়ে হতাশ করেন জেন্ট গোলরক্ষক ড্যাভি রয়েফ। প্রথমার্ধে খুব একটা আক্রমণে দেখা যায়নি জেন্টকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় চেলসি। ৪৬তম মিনিটে দিসাসির লং পাস থেকে গোল করেন নেতো। ৫০তম মিনিটে গুওজনসেনের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ওতানাবে। তবে চেলসিকে বেশিক্ষণ অস্বস্তিতে থাকতে হয়নি। ১২ মিনিট পর বক্সে বল পেয়ে জোরালো শটে ব্যবধান ৩-১ করে নেন এনকুনকু। ৭০তম মিনিটে ব্যবধান ৪-১ করেন ডিউসবারি-হল।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিনের পাস থেকে সান্ত্বনার গোলে ব্যবধান কমিয়ে নেন জেন্টের ওমরি। ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply