টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ-ভারত। টাইগাররা পৌঁছেছে মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরে। প্রস্তুত নতুন শ্রীমান্ত মাধবরাও স্কিন্দিয়া স্টেডিয়ামও। দু’দলের প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে স্টেডিয়ামটির। তবে এরই মধ্যে আগের শঙ্কার খবর ফিরে আসছে বারবার। সিরিজের ফিকশ্চার তৈরির পরপরই গোয়ালিওরে বাংলাদেশের ম্যাচের বিরোধিতা করে আসছিলো হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন।
সংগঠনটির উদ্দেশ্য ছিলো গোয়ালিওরে ম্যাচটির আয়োজনে বাধার সৃষ্টি করা। তবে আশার খবর, দেশটির নিরাপত্তা বাহিনী ও রাজ্য সরকার ম্যাচটি আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করছে। সেইসাথে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্টেডিয়াম সংলগ্ন জায়গা। খবর, প্রেস ইনস্টিটিউট অব ইন্ডিয়া’র (পিটিআই)।
ম্যাচকে সামনে রেখে স্থানীয় প্রশাসন এক হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা অবলম্বন করছেন। আগামী ৭ অক্টোবর পর্যন্ত শহরটিতে কোনো প্রকার বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ করা যাবে না। এমনকি, অনলাইনেও করা যাবে না কোনো ধরনের প্রচার প্রচারণা। গোয়ালিয়রের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া দেয়া হয়।
এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য মুম্বাই-আগ্রা হাইওয়ে ধরে কোনো ধরনের যানবাহন চলতে দেয়া হচ্ছে না। পুরো গোয়ালিয়র জুড়েই জারি করা হয়েছে ‘ওয়ান সিক্সটি থ্রি’। অর্থাৎ পাঁচজন লোক একসঙ্গে হতে পারবে না।
উল্লেখ্য, টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরে গেছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে ভালো করার প্রত্যাশা শান্তর দলের। ৬ অক্টোবরের পর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১২ তারিখে।
/এমএইচআর
Leave a reply