রংপুরে আবু সাঈদ স্মরণে হেলথ ক্যাম্পের উদ্বোধন করলেন হোসেন জিল্লুর রহমান

|

প্রত্যন্ত অঞ্চলেও উন্নত মানের সেবা পৌঁছে দেয়া দরকার বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। শুক্রবার (৪ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের মেডিকেল টিম এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে যুক্ত রয়েছে। জটিল রোগসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তাররাও রয়েছেন। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, যারাই সেবা নিতে আসবেন; তাদের সে চাহিদা যেন আমরা পূরণ করতে পারি। এসময় স্থানীয়দের সহযোগিতার পাশাপাশি ক্যাম্প পরিচালনায় তাদের আপ্রাণ চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কিছু ওষুধ নিয়ে এসেছি সেগুলো বিনামূল্যে দেয়া হচ্ছে। আবহাওয়ার কারণে ডিসিপ্লিনে কিছুটা ব্যাঘাতসহ যানজটের কারণে কিছু ঘাটতি থাকলেও, শনিবারের মধ্যে কার্যক্রমের সফল সমাপ্তি ঘটবে।

এ ধরনের ক্যাম্প আয়োজনে নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে ভবিষ্যতে এরকম আরও ক্যাম্প পরিচালনার কথা জানান হোসেন জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ পিপিআরসি ও ব্রাকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। 

উল্লেখ্য,  গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। ২৪ আগস্ট রংপুর সফরে এসে সাঈদের ওই এলাকার চিকিৎসাসেবা নিয়ে জানতে চান তিনি। সে সময় এলাকার গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবার প্রতিশ্রুতি দেন হোসেন জিল্লুর রহমান।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply