বাদ পড়ছেন বদি ও আমানুর

|

কক্সবাজারের আবদুর রাহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান রানাকে এবার মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ। বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত বলে সচিবালয়ে আজ এক ব্রিফিংয়ে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বদির পরিবর্তে স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী করা হচ্ছে বলে জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, ২৫ নভেম্বর মনোনয়ন নিয়ে জোটগতভাবে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। হেভিওয়েট আরো কেউ বাদ পড়তে পারে।

তারেক রহমানের স্কাইপ আলোচনা নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইসি যা বলছে তা সঠিক আছে। এক্ষেত্রে তাদের করণীয় নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সাজাপ্রাপ্ত আসামি কিভাবে কথা বলে। প্রয়োজনে আদালতে যাবো আমরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প চলমান। এসবের অগ্রগতি ও কিছু অন্তরায় নিয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে কথা হয়েছে। ভারত চায় বাংলাদেশে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, সব প্রস্তুতি নিয়েই আমরা নির্বাচনে যাচ্ছি। এরশাদ সাহেব যদি অন্য কোন জায়গায় যায় তাহলে কী বাধা দিতে পারবো?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply