ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের। ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সী এ গোলকিপার। দল ম্যাচ জিতলেও বেকারের ইনজুরিতে চিন্তার ভাঁজ পড়েছে লিভারপুলের পাশাপাশি সেলেসাও ভক্তদেরও।
অ্যালিসনের ইনজুরি বেশ গুরুতর। যার ফলে আন্তর্জাতিক বিরতি বা বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে দেখা যাবে না তাকে। এমনকি বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ক্লাবের প্রথম ম্যাচেও অনেকটা অনিশ্চিত বেকার।
লিভারপুল কোচ আর্নে স্লট বলেছেন, সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং এরপর ক্লাবের প্রথম ম্যাচেও তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার। স্লট আরও বলেন, সে আমাদের এক নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৬টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১৬ তারিখ পেরুর মোকাবিলা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
/এমএইচআর
Leave a reply