কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ শেষ করতে কমিটি হচ্ছে: অর্থ উপদেষ্টা

|

ফাইল ছবি

সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ শেষ করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা  ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৬ অক্টোবর) দুপুরে চামড়া খাতের উদ্যোক্তাদের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, চামড়া একটি সম্ভাবনাময় খাত। এই খাতকে কাজে লাগাতে পদক্ষেপ নেবে সরকার। এ সময় তিনি উদ্যোক্তাদের চামড়া খাতের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

চামড়া খাতের উদ্যোক্তারা জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ শেষ না হওয়ায় বৈশ্বিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাওয়া যাচ্ছে না। এ কারণে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে চামড়া রফতানি করা যাচ্ছে না।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply