হাজারের অধিক মাদক ব্যবসায়ীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা

|

সারাদেশে বড় মাদক ব্যবসায়ী ১ হাজার ১৫৬ জন ও ৮৩ জন মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (৭ অক্টোবর) সকালে মাদক অপরাধ দমনের সমসাময়িক কার্যক্রম নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার খোন্দকার মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় তিনি বলেন,অবৈধ মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না। সারাদেশে ৯৮১টি মাদক মামলায় নতুন করে অভিযানে ৮৯ জন তালিকাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সারাদেশে ১৭৭টি প্রতিষ্ঠানের অনুকূলে বারের সংখ্যা ২৩৭টি এবং দেশি মদের লাইসেন্স রয়েছে ২১৬টি। এছাড়াও ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যার হাউজ ৬টি, ব্রিউয়ারি উৎপাদনকারী প্রতিষ্ঠান ১টি এবং ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডে ২টি শপ রয়েছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply