চোটের কারণে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন আলেহান্দ্রো গার্নাচো

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ যত ঘনিয়ে আসছে, দুঃসংবাদ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরে। চোটে পড়া খেলোয়াড়দের তালিকা লম্বা হয়ে দাঁড়িয়েছে চারে। নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা ও মার্কোস আকুনার পর চোট আক্রান্তের তালিকায় যুক্ত হলেন আলেহান্দ্রো গার্নাচো। হাঁটুর চোটে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

সোমবার (৭ অক্টোবর) দলের সামাজিক যোগাযোগের মাধ্যমে গার্নাচোর বাম হাঁটুতে চোটের কথা জানায় আর্জেন্টিনা। গত রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টনভিলার বিপক্ষে পুরো ম্যাচ খেলেছিলেন গার্নাচো। সে ম্যাচেও হাঁটুর অস্বস্তি নিয়ে খেলেছিলেন আর্জেন্টাইন তারকা।

ইউনাইটেডের উইঙ্গারের পরিবর্তে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ফাকুন্দো বোনানোত্তে। ব্রাইটন থেকে এই মৌসুমে ধারে লেস্টার সিটির হয়ে খেলা ১৯ বছর বয়সী বুনানোত্তি জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন দুটি ম্যাচ। এছাড়া আকুনার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হয়েছেন হুলিও সোলের।

আগামী বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।

চোটের মিছিল ক্রমে বড় হওয়ার ভিড়েও আর্জেন্টিনার জন্য সুখবর হতে পারে, আসন্ন ম্যাচ দু’টিতে খেলবেন লিওনেল মেসি। চোটের কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটি খেলতে পারেননি সাবেক বার্সা মহাতারকা। মেসিকে ছাড়া চিলির বিপক্ষে জিতলেও কলম্বিয়ার কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এরপরেও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ে শীর্ষেই আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply