অবশেষে শেষ হতে যাচ্ছে অপেক্ষার পালা। আকাশী-নীল জার্সিতে সবাই মিস করছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। ২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্বে খেলবেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে আকাশী-নীল জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ফুটবল মহাতারকা।
জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মেসি। তারপর থেকে দেশের হয়ে আর খেলতে পারেননি ৩৭ বছরের এই ফুটবল জাদুকর। চোট সারিয়ে দলে ফেরায় আর্জেন্টিনা শিবির এখন উজ্জীবিত। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিরুদ্ধে। এর আগে চিলি এবং কলোম্বিয়ার বিরুদ্ধে বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি তিনি।
আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি বলেছেন সুস্থ হওয়ার জন্য সময় চেয়েছিল মেসি। সেই কারণেই আগের ম্যাচগুলো খেলার জন্য দলে ডাকা হয়নি তাকে। ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি বলেন, মেসি এখন সুস্থ। গত কয়েক সপ্তাহে ইন্টার মায়ামির হয়ে খেলেছে। দলের সঙ্গে অনুশীলন করছে মেসি। আর্জেন্টিনার জার্সিতে খেলার জন্য তৈরি হচ্ছেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে মেসি।
মেসি ফিরলেও মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে হয়তো পাবে না আর্জেন্টিনা। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন ম্যাক। স্কালোনি বলেন, ম্যাক অনুশীলন করছে। প্রথম ম্যাচে ও খেলবে কি না এখনও বলা যাচ্ছে না। সে দলে এখনও যোগ দেননি।
রাতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
/আরআইএম
Leave a reply