দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিন দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৫০ এর অধিক রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মাঝে খিলগাও, রামপুরা, যাত্রাবাড়ি, ডেমরা এলাকার বাসিন্দাই বেশি।
এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে রেফার্ড রোগীও রয়েছে অনেক। দেখা গেছে, প্লাটিলেট ওঠানামার পাশাপাশি রোগীরা তীব্র শরীর ব্যাথায় ভুগছেন। ফুসফুসে পানি জমার মতো ঘটনাও পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু জ্বর না থাকলেও অনেকে ডেঙ্গু পরবর্তী জটিলতায়ও ভুগছেন।
/এমএইচ
Leave a reply