বিপিএলে দেশি ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ

|

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আমেজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সাধারণত তারকা ক্রিকেটাররা থাকেন টুর্নামেন্টের সর্বোচ্চ দামের তালিকায়। যদিও এবার সেই ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমানো হয়েছে। গতবার এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ছিল ৮০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ। অর্থাৎ এই খেলোয়াড়দের দলে ভিড়াতে হলে ফ্রাঞ্জাইজিগুলোকে গুনতে হবে ৬০ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন— আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মাশরাফি বিন মুর্তজা, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবরা। তাদের পারিশ্রমিক ৪০ লাখ টাকা ধরা হয়েছে। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্যও ১০ লাখ কমেছে।

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে এবাদত হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, জাকির হাসানদের মতো ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তবে এখনও আসন্ন বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। ড্রাফটের আগে তাদের তালিকাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দেশি ক্রিকেটারদের মতো বিদেশিদেরও মূল্য ১০ লাখ করে কমানো হয়েছে এবার।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। যার জন্য চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply