মালয়েশিয়ায় বাংলাদেশিকে গলা কেটে হত্যা, রিমান্ডে ৩ স্বদেশি

|

প্রতীকী ছবি।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে ইপুহ জেলার তেলুক ইন্তান এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজন বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে নিহত এবং গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেন, বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের থেকে খবর পেয়ে ২৭ বছর বয়সী ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাত থেকে ভুক্তভোগীর তিনজন সহকর্মী নিখোঁজ ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ভুক্তভোগীকে তার সহকর্মীদের সাথে গতকাল রাতে খাবার খেতে ও জামাতে নামাজ পড়তে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তিনি আরও বলেন, তদন্তে সহায়তার জন্য ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তেলুক ইন্টান ম্যাজিস্ট্রেট আদালত হত্যার তদন্তে সহায়তার জন্য তাদের সাত দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply