‘ডোরেমনের’ ভয়েস আর্টিস্ট নোবুয়া ওইয়ামা আর নেই

|

১৯৭৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’ চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন নোবুয়ো ওইয়ামা।

৯০ বছর বয়সী এই আর্টিস্ট, গত ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে প্রাণ হারান। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নোবুয়ো ওইয়ামা মূলত কণ্ঠ দিয়েছিলেন নীল রঙের বিড়াল ডোরেমনের। তার কণ্ঠে মুগ্ধ করেছেন হাজারো ক্ষুদে দর্শকদের।

কার্টুনটিটে, ২২ শতকের কাল্পনিক ভবিষ্যত থেকে আসা এই বিড়ালের একটি ‘জাদুর পকেট’ আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা। যেটির নাম এনি হোয়ার ডোর। ডোরেমন ছাড়াও এই কার্টুনে আরও চরিত্রে রয়েছেন নোবিতা, সুজুকা, সুনিও আর জিয়ান।

উল্লেখ্য, ওইয়ামা অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও ‘ডোরেমনের কন্ঠ’ হিসেবে তিনিই পরিচিত। পরে, অন্যান্য শিল্পীরা-ও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply