পিরোজপুর করেসপনডেন্ট:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে মহানবী (সা.) এর বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং তার স্ক্রিনশট ছড়িয়ে দেয়ার অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুজনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের একজনকে নাজিরপুর এবং অন্যজনকে ঢাকার নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন– নাজিরপুরের বুইচাকাঠি গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং একই উপজেলার শ্রীরামকাঠি গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)। সৈকত নারায়নগঞ্জের সোঁনারগাওয়ে একটি গার্মেন্টসে কাজ করেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন জানান, পারভেজ পিএস নামের একটি ফেসবুক আইডি থেকে শুক্রবার দুপুরে দেয়া পোস্ট এর কমেন্টে সৈকতের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করা হয়।
পরবর্তীতে সৈকতের করা কমেন্টটির স্ক্রিনশট দিয়ে রাকিবুল তার ফেসবুক থেকে প্রায় ১০০ জনকে ট্যাগ করে দেয়। বিষয়টি নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আসার পর তিনি পিরোজপুরের পুলিশ সুপারকে অবহিত করেন।
পরবর্তীতে নাজিরপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে নাজিরপুর থেকে রাকিবুলকে আটক করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সৈকতকে আটক করে পুলিশ।
মুকিত হাসান খান আরও জানান,মহানবী (সা.) সম্পর্কে বিরুপ মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য সৈকত মৃধাকে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা অভিযোগে রাকিবুলকে আটক করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
/এমএইচ
Leave a reply