কুতুবদিয়ায় জাহাজে আগুন

|

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে নোঙর করা এলপিজি বহনকারী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোস্টগার্ডের জাহাজ ছাড়াও চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে। এতে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

কোস্টগার্ড জানায়, কুতুবদিয়ার দক্ষিণে কৈয়ারবিল পয়েন্টে নোঙর করা ছিলো এলপিজি সোফিয়া নামের ট্যাংকারটি। ঘটনার সময় জাহাজে বেশ কয়েকজন ক্রুসহ এক ইন্দোনেশিয়ান চিফ অফিসার অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নৌবাহিনী গিয়ে ক্রুদের উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে কোস্টগার্ড ও বন্দরের জাহাজ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply