ইংল্যান্ড দলে দুঃসংবাদ, অস্বস্তি বাড়ালেন সাকা

|

হাঁটুর চোটের কারণে উয়েফা নেশন্স লিগে ফিনল্যান্ডের বিপক্ষে ইংলিশদের পরের ম্যাচে ছিটকে গেছেন বুকায়ো সাকা। গ্রিসের কাছে হারের ধাক্কা খাওয়ার ম্যাচ চোটে পান ২৩ বছর বয়সী এই আর্সেনাল উইঙ্গার। ইংল্যান্ড ফুটবল দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন লিভারপুল মিডফিল্ডার। তাই ২২ জনের দল নিয়ে ফিনল্যান্ডে যাবেন অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।

আন্তর্জাতিক এই ইভেন্ট তথা উয়েফা নেশন্স লিগের ইংল্যান্ড শিবির ছেড়েছেন সাকা। ইতোমধ্যেই আর্সেনালে বা নিজ ক্লাবের ডেরায় ফিরেছেন তিনি। সেখানেই চলবে তার পরবর্তী পরীক্ষানিরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়া।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওয়েম্বলিতে গ্রিসের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। দশবারের দেখায় সেটিই প্রথম গ্রিসের বিপক্ষে তাদের হার। ম্যাচের ৫১তম মিনিটে পায়ের চোটে মাঠ ছাড়েন সাকা। ফিনল্যান্ডের মাঠে রবিবারের ম্যাচে সাকার পাশাপাশি কার্টিস জোন্সকেও পাবে না ইংল্যান্ড।

উল্লেখ্য, উয়েফা নেশন্স লিগে ‘বি’ লিগের ‘২’ নম্বর গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। তিন ম্যাচের সবকটি হারা ফিনল্যান্ডের অবস্থান গ্রুপ টেবিলের তলানিতে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গ্রিস।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply