আনিসুল হক আরও ২ দিনের রিমান্ডে

|

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

বাড্ডা থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) সকালে আইনজীবীরা তাকে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানার অন্তর্গত এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সেই ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত এবং তার নির্দেশনায় হত্যার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং বাকি আসামিদের তথ্য সংগ্রহে আসামির বিরুদ্ধে রিমান্ড নেয়া প্রয়োজন বলে আবেদন করা হয়।

এসময় আসামি পক্ষের আইনজীবী জানান, আনিসুল হকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এর আগেও কয়েকবার তাকে রিমান্ডে নেয়া হয়েছে। বারবার রিমান্ডে নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, আজ নতুন হত্যা মামলায় সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply