ঢাবির জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৯তম বার্ষিকী আজ

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মম জগন্নাথ হল ট্র্যাজেডির ৩৯তম বার্ষিকী আজ। নানা আয়োজনে দিবসটি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এসময় তার সঙ্গে ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষের ছাদ ধসে ৪০ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ২৬ জন শিক্ষার্থী, ১৩ জন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও অতিথি। দুর্ঘটনায় আহত হন শতাধিক শিক্ষার্থী-কর্মচারী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যান।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply