জুলাই-আগস্ট গণহত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। সবগুলো অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করে সুবিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও আসবাবপত্র মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান তিনি।
এসময় আসিফ নজরুল বলেন, ১ নভেম্বর থেকে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু হবে। আর ট্রাইব্যুনালের বিচার হবে, সুবিচার। যাতে সবপক্ষেরই সন্তোষ থাকে।
এর আগে, সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেছিলেন ট্রাইব্যুনালে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের বিচার অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে বিচারে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে এবং তখন তিনি ভারতে অবস্থান করলে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার আবেদন করা হবে।
/এমএইচ
Leave a reply