লালনের গানে কোনও পরিবর্তন নয়: মৎস্য উপদেষ্টা

|

ফাইল ছবি।

ফকির লালন শাহর গানকে ধরে রেখে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। যারা লালনকে ভালোবাসেন তারা তার গানকেও ভালোবাসেন। তাই লালনের গানে কোনও পরিবর্তন নয়— এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুক্রবার (১৮ অক্টোবর) কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় নবপ্রাণ আখড়াবাড়ীতে লালনের তিরোধান দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, শিশুরা লালনের গান শিখছে। তা যেন তারা ধরে রাখতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে। লালনের গান গাইতে বড় কোনো শিল্পী নয় ভাবের দরকার। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য লালনের গান ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তারা বলেন, ফকির লালন শাহ সব সাধকের ওপরে ছিলেন। সমাজের সকল ক্ষেত্রে তাঁর বাণী বিদ্যমান।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, কবি ও দার্শনিক ফরহাদ মজহার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply