দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে সোমবার। সিরিজ সামনে শনিবার (১৯ অক্টোবর) সকালেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেশন শেষে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন নতুন হেড কোচ ফিল সিমন্স।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন করে বাংলাদেশ দল। শুক্রবার বৃষ্টিতে পূর্ণ সেশন না হলেও শনিবার নির্বিঘ্নে সেশন শেষ করেছে টাইগাররা। এই মুহূর্তে মাঠের লড়াই ছাপিয়ে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারার বিষয়টি আলোচনার কেন্দ্রে।
দলের নতুন হেড কোচ ফিল সিমন্স তাই সবকিছু পেছনে ফেলে খেলায় মনযোগী হবার তাগিদ দিয়েছেন। এই ক্যারিবীয় বলেন, পাকিস্তানের বিপক্ষে তরুণদের পারফরম্যান্স আমাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আগ্রহী করেছে। আপাতত আমাদের সোমবার শুরু হতে যাওয়া টেস্টের দিকে সব মনযোগ দিতে হবে।
তিনি বলেন, বাইরের সব ইস্যু পেছনে ফেলে ক্রিকেটারদের ফোকাসটা থাকতে হবে কেবল মাঠে। আপাতত তিনি প্রোটিয়াদের বিপক্ষে লড়াইকেই গুরুত্ব দিচ্ছেন।
/এনকে
Leave a reply