আফগানিস্তানের খোস্ত প্রদেশে সামরিক ঘাঁটিতে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ সেনা সদস্য। শুক্রবারের হামলায় আহত ৫৭।
সেনা মুখপাত্র জানায়, ঘাঁটির ভেতরের একটি মসজিদে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটান। এসময় হতাহতরা সবাই নামাজরত অবস্থায় ছিলেন। ঘটনার পরই সামরিক হাসপাতালে নেয়া হয় আহতদের। গুরুতর আহত সেনাদের রাজধানী কাবুলে নিয়ে আসার জন্য ৪টি হেলিকপ্টারের বিশেষ সেবা চালু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বলেছেন, মসজিদে নামাজ চলা অবস্থায় হামলা চালানোটা কট্টর ইসলাম-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। এটা অমানবিকও। মাত্র দু’দিন আগে, ঈদ-এ-মিল্লাদুনবী’র জমায়েতে বোমা বিস্ফোরণে প্রাণ হারান ৫৫ জন।
Leave a reply