জাতির প্রত্যাশা পূরণ না হলে বিশ্বাসঘাতকতা করা হবে: জামায়াত আমির

|

সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জুলুমের হাত থেকে বাঁচার জন্য জাতির বিশাল প্রত্যাশা। সেই প্রত্যাশার দাবি পূরণের দায়িত্ব পড়েছে যারা সরকার পরিচালনা করছেন এবং যারা রাজনীতি করেন তাদের সকলের ওপরে। যদি এই দায়িত্ব পালন না করা হয় বিশ্বাস ঘাতকতা করা হবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁর নওযোয়ান মাঠে স্থানীয় জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড: শফিকুর রহমান বলেন, আগ্রাসন, বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে তারা সবাই ১৮ কোটি মানুষের শহীদ। এসব শহীদ পরিবারের পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার জন্য কাজ করবে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষ যথাযথ যোগ্যতা ও মর্যাদা পাবে।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, একটি রাজনৈতিক দল নানাভাবে জাতিকে বিভক্ত করে রেখেছে। আমরা বিভেদ দেখতে চাই না। ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার। কারণ বিভেদ জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না।

পরে জামায়াত আমির দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মেলন যোগদান করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply